ঢাকা, শুক্রবার, ৩ মে, ২০২৪

গোলরক্ষক কোচসহ ঢাকায় জেমি ডে

ফিফা বিশ্বকাপের বাছাই উপলক্ষে মঙ্গলবার (১১ মে) থেকে আবাসিক ক্যাম্প করার কথা রয়েছে জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের৷ এ জন্য ঢাকায় এসেছেন প্রধান কোচ জেমি ডে ও গোলরক্ষক কোচ।


বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল রাত সোয়া ১২টার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।


বিবৃতিতে বলা হয়, কাতারে অনুষ্ঠিতব্য 'ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২' বাছাই পর্ব এর প্রস্তুতির জন্য  অদ্য ১১-০৫-২০২১ তারিখে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে রাত ১২:১৫ টায়  লন্ডন থেকে ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে, ও গোলকিপার কোচ  লেসলে ক্লেভারলি।'


এর আগে বাংলাদেশ ৩৩ সদস্যের দল ঘোষণা করে। আজ ক্যাম্প শুরু হলে ১০ দিনের মতো ঢাকায় অনুশীলনের সুযোগ পাবেন জামালরা। এরপর কাতার চলে যাবে বাংলাদেশ। ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচগুলো হবে ৩, ৭ ও ১৫ জুন। সবগুলো খেলাই হবে কাতারে।

ads

Our Facebook Page